তারা খসার পালা

সঞ্চয়িতা দাস


কোনও এক শুভক্ষণে,
পাখি হতে পারার খবর পেয়েছিলে-
সমস্ত জড়তা মুছে ফেলে
উড়িয়েছিলে নিজের ডানা দুটি।

ডানায় তখন নতুন উচ্ছ্বাস।

এঁকেছ উথালপাথাল শত ঢেউয়ের ছবি,
সীমাহীন বালিয়াড়ি...
দিগন্ত ব্যাপী সবুজ ফসলে
তোমার চিহ্ন রেখে গেছো।
কত রাত জেগে দেখেছো,
জমা জলে চাঁদের রুপোলী মেলা।
কত অলিগলি আকুলি-বিকুলি
জমানো কথার খেলা।

কচি পাতাদের জন্মলগ্নে সাক্ষী রয়েছ তুমি-
শুনেছ শত পাতা ঝরে যাওয়ার শব্দ।

অবশেষে আজ আবারও এসেছে
তপস্যা ভঙ্গের দিন।
আরও এক তারা খসার পালা।
অন্তিমক্ষণে বুঝেছি-
তোমাকে পাওয়াই শ্রেষ্ঠ উপার্জন।
তাই যাওয়ার বেলা এই শ্রদ্ধাটুকুই করলাম অর্পণ।।

অলংকরণ - নীলাদ্রি ভট্টাচার্য্য