অনুভূতির কোলাজ - সুমনা দাসদত্ত


একটা কথা... একটা ব্যথা... অল্প হাসি...একটু দৃষ্টি... সব!
“তুমি কেন্দ্রিক”...
একটা তুমি... একটু তুমি...
অল্প তুমি... নাহলে!
জীবন খুবই যান্ত্রিক....



নতুন আলোর স্বপ্ন নিয়ে জেগে দেখলাম সেই পুরন অন্ধকার!
শুধু একবিন্দু আলো নিয়ে তুমি, সাঁঝতারা থেকে শুকতারা হয়ে জেগে থাক
প্রতিবার!



উড়িয়েছ ঘুড়ি,
গুটিয়েছ লাটাই
ফিরেছ তুমি ঘরে,
তোমার আর গেছে বল কতটা...
সম্পর্ক ছেঁড়ার যন্ত্রনা জানে...
যে ঘুড়ি হয়েছিল ভোকাট্টা!


যাহাই বৃত্ত... তাহাই শূন্য.
দেখতে একই ঠিক...
তুমি বৃত্তে... পরিবৃত..
আমি শূন্যে গোল্লাছুট....




আকাশ মাটির মিলন!
উঁহুঁ, ওই মিলনের মত কিছু একটা।
দৃশ্যভ্রমেই দৃষ্টিনন্দন,
ভুল ভালবাসার নাম দিগন্তরেখা।।



পলাশ, আবির, রঙ দিয়েছে
বসন্তের মুখে।
তবুও বসন্ত হতাশ কেমন
ঝরা পাতার শোকে।।
সবাই আছে, সবই আছে
সংগোপন।
বাতাস জুড়ে ওড়ে, পাতা
তুমি নেই, তাই মন কেমন।।



আমাদের শুকনো কোন গল্প
তোমার কাছে আছে?
থাকলে প্লিজ পাঠিও না,
আমার কাছে যা ছিল সব ভিজে
কিছুতেই শুকোচ্ছে না!



মন ছিলো তার মনখারাপের গল্প নিয়ে
সমস্ত সুখ, রাখছিল মন কান্না দিয়ে ধুয়ে
কান্না আবার ঝরনা হলো...
যখন তুই আঙ্গুল দিয়ে হৃদয় ছুঁলি
চরিত্র তুই আবার বোধহয় নষ্ট হলি....



সূর্য তোমার দিকেই তাকিয়ে আছি
রোদচশমাই আড়ালটুকু টানি!
তোমার সময় কাঁটায় মেপে কাটাই
আমিও আজ অনেক সাবধানী!


১০

উপেক্ষা থাক তোমার ডাকে
অপেক্ষা থাক সংক্রমিত শর্তে।
অহংকারী ভাবলে ভাবুক সব
আমার কিছু যায় আসে না তাতে।।



চিত্রালংকরণে - নীলাভ বিশ্বাস